অ্যাকসেসিবিলিটি লিংক

স্রেব্রেনিকায় রাশিয়ার অভিযানকে নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার আপত্তি


১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় স্রেব্রেনিকায় রাশিয়ার অভিযানকে নিন্দা জানিয়ে জাতিসংঘের নেয়া প্রস্তাবের খসড়ায় রাশিয়া আপত্তি জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১০-১ ভোট পড়ে। তবে এাংগোলা চীন নাইজেরিয়া ও ভেনিজুয়েলা ভোট থেকে বিরত থাকে।

স্রেব্রেনিকার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে বৃটেন কতৃক উত্থাপিত ঐ প্রস্তাবে রাশিয়ার আপত্তি সম্পর্কে বৃটিশ রাস্ট্রদূত পিটার উইলসন বলেন বৃটেন এতে ক্ষুব্ধ। রাশিয়া সার্বিয়া ও বসনিয়ান সার্বস ওই প্রস্তাবকে বিভেদ সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছে।

XS
SM
MD
LG