অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিমান বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র সিরিয়ার কাছে পৌঁছায়নী





রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সমরাস্ত্র শিল্পের এক সূত্র থেকে জানা গিয়েছে রাশিয়া এখনও সিরিয়াকে বিমান বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি এবং আগামি কয়েক মাসের মধ্যে তা প্রদান করা নাও হতে পারে।


রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সমরাস্ত্র শিল্পের এক সূত্র থেকে জানা গিয়েছে রাশিয়া এখনও সিরিয়াকে বিমান বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি এবং আগামি কয়েক মাসের মধ্যে তা প্রদান করা নাও হতে পারে।

সূত্রটি রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-300 ক্ষেপণাস্ত্রের যে কোন সরবরাহ সেপ্টেম্বর মাসের আগে দেওয়া হবে না।

বৃহসপতিবার সিরিয়ার প্রেসিডেণ্ট বাসার আল আসাদ আভাস দিয়েছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে নতুন অস্ত্র পেয়েছেন। ইস্রায়েল ভবিষ্যতে যদি বিমান হামলা চালায় তবে এর পাল্টা জবাব দেওয়া হবে বলে তিন হুঁশিয়ারী দেন।

লেবানের “আল মানার” টিলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে মিঃ আসাদ নতুন অস্ত্রের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস -300 অন্তর্ভূক্ত কিনা সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, “আমরা সবাই একমত হয়েছি যে রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে এবং সম্প্রতি তার অংশ বিশেষ তারা স্থাপন করেছে।”
XS
SM
MD
LG