অ্যাকসেসিবিলিটি লিংক

দেশ আজ মহান এক আইনবিদকে হারালো: প্রধান বিচারপতি জন রবার্টস 


সুপ্রিম কোর্টের বিচারক, রুথ বাডের গিন্সবার্গ, শুক্রবার প্যানক্রিয়াসের ক্যান্সার রোগে, ৮৭ বছর বয়সে পরলোক গমন করেনI ১৯৯৩ সালে তদানীন্তন প্রেসিডেন্ট, বিল ক্লিনটন তাঁকে নিয়োগ দিয়েছিলেনI বিবাদ সৃষ্টিকারী কতগুলি প্রধান সামাজিক ইস্যু, যেমন গর্ভপাতের অধিকার, একই লিঙ্গের বিবাহ, ভোটের অধিকার, অভিবাসন নীতি ও স্বাস্থ্য পরিসেবার মতো বিষয়গুলিতে তিনি ছিলেন সোচ্চারI

আগাগোড়াই তাঁর পদাচরণ, তাঁর প্রাত্যহিক জীবন ছিল 'রক স্টারের' মতো ; আদর করেই তাঁকে 'নোটোরিয়াস RBG' বলে সম্বোধন করা হোতI

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি, জন রবার্টস বলেছেন, তাঁর কথায়, "দেশ আজ মহান এক আইনবিদকে হারালো"I

XS
SM
MD
LG