অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রয় করা হবে না


আঙ্কারা, রাশিয়া থেকে রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্র প্রাপ্তির পর, যুক্তরাষ্ট্র সরকারীভাবে তুরস্কের কাছে F-35 বিক্রয় বন্ধের ঘোষণা দিয়েছে I WHITE HOUSE থেকে বুধবার বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্য জনকভাবে রুশ S-400 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার তুরস্কের যে সিদ্ধান্ত,তাতে তাদের কাছে F -35 বিক্রয় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ F-35কে লক্ষবস্তূ করতেই এই S-4০০ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে I

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী, MARK ESPER আইনপ্রণেতাদের জানানযে, তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, HULUSI AKAR কে বলেছেন যে, আপনাকে হয় S-400, নতুবা F -35 কে বেছে নিতে হবে, দুটিকে নয় I

XS
SM
MD
LG