অ্যাকসেসিবিলিটি লিংক

মার্স প্রতিরোধে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট


মিডল ইস্ট রেসপিরেটরী সিন্ড্রম বা মার্স প্রতিরোধে সহায়তার লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা স্থগিত করেছেন দুক্ষন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হিয়ে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে জনাবা পার্ক ওয়াশিংটনের সফর কর্মসূচী পুন:পরিকল্পনা করছেন যাতে তার যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

সৌল সূত্রে জানা যায়, এ পর্যন্ত মার্স ভাইরাসে দক্ষিন কোরিয়ায় ৯ জন মারা গেছে। সারা দেশে মার্সে নতুন আক্রান্তের সংখ্যা ১০৮ জন। কঠিন জ্বর ও সর্দি হচ্ছে মার্সের লক্ষণ। ২০১২ সালে সৌদী আরবে প্রথম মার্স ভাইরাস চিহ্নিত হয়। পরে তা বেশ কিছু দেশে ছড়িয়ে পাড়ে।

XS
SM
MD
LG