তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর, দেশ যখন শোকে আচ্ছন্ন, এরই মাঝে, তার উত্তরসূরি কে হবেন এই নিয়ে দেশে এখন জোর জল্পনাI তানজানিয়ার সংবিধান মতে, ভাইস প্রেসিডেন্ট সেই পদের দাবিদারI তাই সামিয়া সুলুহু হাসানই হবেন, ১৯৬১ সালে স্বাধীনতা লাভের পর, দেশে প্রথম একজন মহিলা প্রেসিডেন্টI তবে তাঁর শপথ নেবার কোন খবর এখনো পাওয়া যায় নিI
২০১৫ প্রেসিডেন্ট মাগুফুলি দ্বিতীয় দফা নির্বাচিত হবার পর থেকে, তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেনI তাঁকে দেশের যোগ্য এবং নির্ভিক এক রাজনীতিক হিসাবে স্বীকৃতি দেয়া হয়I