প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন, আন্তর্জাতিক অপরাধী আদালতের আইনজীবী ফাতৌ বেনসৌদা'র ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন তা তুলে নিয়েছেI আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তানে যুদ্ধাপরাধে লিপ্ত হয়েছে, সেই তদন্ত চালানোর জন্য তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলI
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন, শুক্রবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেনI এছাড়াও ২০১৯ সালে আইসিসি কর্মকর্তাদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছেI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও প্যালেস্টাইন সম্পর্কিত তদন্তে আইসিসি'র পদক্ষেপকে দৃঢ়ভাবে অসমর্থন করলেও তাদের বিরুদ্ধে আরোপিত এসব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেI