অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ সাংবাদিকের বিষয়ে ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করেছে সৌদী আরব


The shadow of a security guard is seen on the entrance door of the Saudi Arabia's consulate in Istanbul, on Oct. 12, 2018.
The shadow of a security guard is seen on the entrance door of the Saudi Arabia's consulate in Istanbul, on Oct. 12, 2018.

সৌদী সাংবাদিক জামাল খাসোগির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে, আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রিয়াদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার যে হুমকি দেন, সৌদী আরব তা প্রত্যাখ্যান করেছে। রবিবার সৌদী আরব বলেছে যুক্তরাষ্ট্র সে রকম পদক্ষেপ নিলে তারাও আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।

ট্রাম্প CBS টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন, তুরস্ক যে মনে করে দু সপ্তাহ আগে, ইস্তাম্বুলে রিয়াদের কনসুলেটে, সৌদী এজেন্টরা খাসোগিকে হত্যা করেছে তা সঠিক নির্ধারিত হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্যের পর, সৌদী শেয়ার বাজারের মূল্য ৭ শতাংশ পড়ে যায়। অবশ্য শেয়ার বাজারে পরে কিছুটা উন্নতি হয়। সৌদীরা বলেছে ওই অভিযোগ ভিত্তিহীন। তবে তারা কোন প্রমাণ দেখাতে পারেনি যে খাসোগি জীবিত অবস্থায় কনসুলেট ত্যাগ করেছেন।

খাসোগি কনসুলেটে গিয়েছিলেন তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহের জন্য।

XS
SM
MD
LG