অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে অস্ত্র বিরতির আগেই সৌদি নের্তৃত্বাধীন উপর্যুপরি বিমান অভিযান


আজ সৌদি নের্তৃত্বাধীন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদায় উপর্যুপরি আক্রমণ চালায়। এ দিকে অন্যত্র জোট শক্তির বিমান রাজধানীর আন্তর্জাতিক বিমান বন্দরেও আঘাত হানে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ৪৫ তম দিন সম্পন্ন হলো।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইয়েমেনে ১২ই মে থেকে মানবিক কারণে বিমান অভিযান ৫ দিনের জন্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেখানে সৌদি আরবের নের্তৃত্বধীন জোট , হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান অব্যাহত রেখেছে।

এই সংঘাতের কারণে ইয়েমেনে হাজার হাজার লোক মৌলিক চাহিদা মেটাতে পারছে না।

ও দিকে প্যারিসে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল আল জুবেইর এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান। এই মানবিক বিরতি মঙ্গলবার ইয়েমেন সময়ে রাত ১১টা থেকে কার্যকর হবে।

হুথিদের যারা সমর্থন দিচ্ছে তাদের উদ্দেশ্যে কেরী বলেন যে তারা যেন বিদ্রোহীদের এই বিরতি মেনে নিতে উৎসাহিত করে। শিয়া বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র সঙ্গে সম্পৃক্ত এবং মনে করা হয় যে এরা ইরানের সমর্থন পাচ্ছে।

XS
SM
MD
LG