অ্যাকসেসিবিলিটি লিংক

বাদশাহ সালমান যুক্তরাষ্ট্র-আরব সম্মেলনে যোগ দেবেন না


সউদি আরবের বাদশাহ সালমান, প্রেসিডেণ্ট বারাক ওবামার আতিথেয়তায় এ সপ্তাহে যে যুক্তরাষ্ট্র-আরব সম্মেলন অনুষ্ঠিত হবে, তাতে অংশ নেবেন না। রোববার পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর এ কথা বলেন। কয়েকদিন আগে, বাদশাহ’র যে হোয়াইট হাউস বৈঠকের পরিকল্পনার কথা বলা হয়েছিল তাও বাতিল করা হয়েছে।

বুধবার, এই সম্মেলন শুরু হওয়ার কথা। এই সম্মেলনে গালফ-কো-আপারেশন কাউন্সিলের ৬ সদস্য হোয়াইট হাউস সফর করবেন, এবং পরে প্রেসিডেণ্টের ক্যাম্প ডেইভি অবকাশ যাপন কেন্দ্রে তারা বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক চালিয়ে যাবেন।

জুবেইর আরও বলেছেন বাদশাহ সালমান, তাঁর জায়গায় যুবরাজ মুঃ বিন নায়েফকে পাঠাবেন। তিনি আরও বলেছেন, সেই সম্মেলন হবে তখনই, যখন মানবিক কারণে, প্রতিবেশী ইয়েমেনে ৫ দিনের যুদ্ধবিরতি চলবে। সেখানে, সরকার বিরোধী বিদ্রোহীদের দমনে সউদি আরব বিমান অভিযান পরিচালনা করছে।

ওবামা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এই পরিবর্তন কোন উল্লেখযোগ্য কারণের পালটা জবাব নয়।

XS
SM
MD
LG