অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে চলেছে ওপেন স্টাইল ল্যাব


শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, তবে, প্রতিদিন সকালে পোশাক পরা এমনকি পোশাকের বোতাম লাগানো যথেষ্ট কষ্টকর এবং হতাশাজনক হতে পারে।

২014 সালে প্রতিষ্ঠিত অ-লাভজনক সংস্থা ওপেন স্টাইল ল্যাব(ওএসএল) বিশেষ ধরণের কোন স্টাইলের সাথে আপোস না করে এই সব প্রতিবন্ধী মানুষের জন্য কার্যকরী পরিধানযোগ্য সমাধান তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে।

এ বিষয়ে আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Tina Trinh এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

XS
SM
MD
LG