অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আরও অনেক বেশি শক্তিশালী, আরও অনেক বেশি মারাত্মক


ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের পাতায় ছবি দেখে কেঁপে উঠছে বুক। দ্বিতীয় ঢেউয়ে আরও অনেক বেশি শক্তিশালী করোনা, আরও অনেক বেশি মারাত্মক। বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেকদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন আড়াই লাখেরও বেশি মানুষ। হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব...বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি ।

সরাসরি লিংক

প্রত্যেকদিন দেশে আড়াই লাখের উপর সংক্রমিত হচ্ছেন। অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাটা । শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও অনেক বেশি। একের পরএক জ্বলন্ত শ্মশানের ছবি উঠে আসছে সামনে। দেখে ভয়ে কেঁপে উঠছে মানুষের হৃদয়। ভ্যাকসিনের যোগান বাড়ন্ত, হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন। অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হচ্ছে। এ বার অতি দ্রুত প্রতিটি রাজ্যে অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই সঙ্কটজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

XS
SM
MD
LG