অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তিপূর্ণ সমাধান খুঁজতে যুদ্ধবিরতির মাঝে এন্টোনি ব্লিঙ্কেন'র মধ্যপ্রাচ্য সফর 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজতে, ইসরাইল ও হামাস পরিচালিত ফিলিস্তিনিদের অস্থায়ী যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেনI জেরুসালেমে পৌঁছেই তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু'র সঙ্গে মিলিত হয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনI

তাঁর যাত্রা শুরু হওয়ার আগে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, আমরা শরিকদল ও অংশীদারদের সঙ্গে যখন যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি, আমাদের মূল লক্ষ্য কিন্তু সামনের ভবিষ্যতের পানে মনোযোগ নিবদ্ধ করা, যেখানে ফিলিস্তিনি ও ইসরাইলি জনগণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উন্নত ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া যায়I আজ মঙ্গলবার তিনি রামাল্লাহে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী, মুহাম্মদ সাত্তাযেহ'র সঙ্গে মিলিত হবেনI

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, এরপর মিশর সফর করবেন, যারা দুটি পক্ষের যুদ্ধবিরতি সম্পাদনে সফল মধ্যস্থতা করেছেI তিনি মিশরের প্রেসিডেন্ট আল ফাত্তাহ আল সিসি ও প্রধানমন্ত্রী, সামেহ শুকরি'র সঙ্গেও আলোচনায় মিলিত হবেনI

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে গাজার জনগণ যেন তাৎক্ষণিভাবে মানবিক সহায়তা পায়, সেই লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিচ্ছেI

XS
SM
MD
LG