অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে অটোম্যাটিক ব্যয় হ্রাস বৃহস্পতিবার রাত বারোটা থেকে


বৃহস্পতিবার রাত বারোটার পর থেকেই নির্দেশিত ব্যয় সংকোচনের মধে দিয়ে দায় সামলানোর প্রক্রিয়া বা সর্ব স্তরে – সর্ব পর্যায়ে অটোমেটিক ব্যয় হ্রাস সেকোয়েসটার প্রক্রিয়া শুরূ হবার কথা । প্রেসিডেন্ট ওবামা যেমন কিনা বলেছেন এ সেকোয়েসটারকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতির ওপর । বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাইয়ের চিন্তাভাবনা করছে – ব্যয় হ্রাসের পরিকল্পনা নিচ্ছে । বলা হচ্ছে দু’ পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকতে এবং অপর পক্ষকে বিব্রত করতে আশংকা নিয়ে বেশি হাঁক ডাক দিচ্ছে এবং তাতে জনগন আরো চিন্তাগ্রস্ত হচ্ছেন । এতো কিছু সত্বেও হোয়াই হাউস বা কংগ্রেস কোনো পক্ষেই খুব একটা সক্রিয়ভাবে নিস্পত্তি আলোচনার চেষ্টা চালাচ্ছেন বলে অনেকের মনে হচ্ছেনা । অর্থনীতির অনিশ্চয়তা এবং Sequester ব্যয় সংকোচন প্রক্রিয়া শুরুর পর আগামিকাল শুক্রবার সকালে হোয়াইট হাউস ও কংগ্রেসিয় নেতাদের মধ্যেকার প্রস্তাবিত বৈঠকের আলোকে গোটা বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ ডক্টর হাসান ইমামের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন সরকার কবীরূদ্দীন ।sequester ব্যয় সংকোচন শুরূ হবে বৃহস্পতিবার রাত বারোটা থেকে
please wait

No media source currently available

0:00 0:04:55 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG