সার্বিয়ার যৃদ্ধাপরাধ আদালত কসোভোতে ১৯৯৯ সালে এক শ’র বেশি আলবেনীয় অসামরিক লোককে হত্যার জন্যে একটি আধা সামরিক গোষ্ঠির ন জন সাবেক সদস্যকে দোষী সাব্যস্ত করেছে। এই আদালত ন জনকে দুই থেকে কুড়ি বছরের কারাদন্ড দিয়েছে। সরকারী পক্ষের কৌশুলী বলছেন যে যাদের দোষী পাওয়া যায়নি বলে রায় এসছে তারা সেই রায়ের বিরুদ্ধে এবং শাস্তি প্রাপ্তদের আরও দীর্ঘ সময়ে কারারুদ্ধ রাখার পক্ষে আপিল করবেন।
আসামীরা সার্বিয়ার সেনাবাহিনী সমর্থিত জ্যাকালস নামের একটি সশস্ত্র গোষ্ঠির সদস্য । তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা অসামরিক লোকজনকে ধরে এনে , তাদের একটি বাড়িতে তালা-বন্দী করে এবং জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করে।
কসোভোর আলবেনীয় জাগিগোষ্ঠির স্বাধীনতার জন্যে সার্বীয় বাহিনীর সঙ্গে ১৯৯৮ এবং ১৯৯৯ সালের ঐ লড়াইয়ে প্রায় দশ হাজার লোক নিহত হয়। সার্ব লক্ষ্যবস্তুর ওপর নেটোর বিমান হামলার মধ্য দিয়ে ঐ লড়াই শেষ হয়। কসভো ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।
আসামীরা সার্বিয়ার সেনাবাহিনী সমর্থিত জ্যাকালস নামের একটি সশস্ত্র গোষ্ঠির সদস্য । তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা অসামরিক লোকজনকে ধরে এনে , তাদের একটি বাড়িতে তালা-বন্দী করে এবং জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করে।
কসোভোর আলবেনীয় জাগিগোষ্ঠির স্বাধীনতার জন্যে সার্বীয় বাহিনীর সঙ্গে ১৯৯৮ এবং ১৯৯৯ সালের ঐ লড়াইয়ে প্রায় দশ হাজার লোক নিহত হয়। সার্ব লক্ষ্যবস্তুর ওপর নেটোর বিমান হামলার মধ্য দিয়ে ঐ লড়াই শেষ হয়। কসভো ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।