অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রেফতার হলেন শাহবাজ শরীফ 


পাকিস্তানের হাই কোর্ট, অর্থ আত্মসাতের মামলায় জামিন প্রত্যাখ্যান করলে, সংসদে বিরোধী দলীয় প্রধান, শাহবাজ শরীফকে সোমবার গ্রেফতার করা হয়I তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাদের বিরুদ্ধেও ঐ একই অভিযোগ আনা হয়েছেI

পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) দলের প্রেসিডেন্ট, শাহবাজ শরীফ, তাঁর বিরুদ্ধে সকল অভিযোগের কথা অস্বীকার করেছেনI তাঁর বড় ভাই, প্রাক্তন প্রধানমন্ত্রী, নেওয়াজ শরীফকে ২০১৭ সালে ক্ষমতা থেকে উৎখাত করা হয়I আয় বহির্ভুত অর্থ সম্পদ থাকার কারণে, তাঁকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলI

পাকিস্তানের ওপর এক প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রয়াতঃ প্রাক্তন প্রধানমন্ত্রী, বেনজির ভুট্টোর স্বামী, আসিফ আলী জারদারি'র বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছেI

XS
SM
MD
LG