অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনার সরকার : সাফল্য ও ব্যর্থতা


Interview with Abdul Mannan
please wait
Embed

No media source currently available

0:00 0:09:59 0:00

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগেই একনাগাড়ে তাঁর এক যুগের শাসন সম্পন্ন করে এবার বারোতম বছর শুরু করলেন।এ উপলক্ষ্যে সম্প্রতি তিনি তাঁর ভাষণে বলেন তিনি কতখানি সফল হয়েছেন, সেটা জনগণই বলতে পারবেন। সত্যবটে তাঁর শাসনামলের সাফল্যের তালিকা অনেক দীর্ঘ ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগেই একনাগাড়ে তাঁর এক যুগের শাসন সম্পন্ন করে এবার বারোতম বছর শুরু করলেন।এ উপলক্ষ্যে সম্প্রতি তিনি তাঁর ভাষণে বলেন তিনি কতখানি সফল হয়েছেন, সেটা জনগণই বলতে পারবেন। সত্যবটে তাঁর শাসনামলের সাফল্যের তালিকা অনেক দীর্ঘ । যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত অবস্থানে নিয়ে যাবার পেছনে শেখ হাসিনার সরকার কৃতিত্ব দাবি করতে পারে। তবে ব্যর্থতা ও আছে বেশ কিছু, দূ্র্নীতি , দলের অভ্যন্তরীন কোন্দল এবং সত্যিকারের গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধীদলের অভাব তাঁর সরকারের সাফল্যকে খাটো করেছে । এ সব বিষয়ের উপর আজ স্কাইপে ঢাকা থেকে আলোকপাত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান , বিশিষ্ট নিবন্ধকার অধ্যাপক আব্দুল মান্নান। আর তাঁর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রধারণ ও সম্পাদনায় : সানজানা ফিরোজ

XS
SM
MD
LG