অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ ডেস্ট্রয়ার লক্ষ্য করে হুঁশিয়ারি গুলি 


British Royal Navy's Type 45 destroyer HMS Defender
British Royal Navy's Type 45 destroyer HMS Defender

রাশিয়ার সেনাবাহিনী জানায়, ক্রাইমিয়া সংলগ্ন কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্র পরিচালিত নৌ মহড়ায় অংশরত ব্রিটিশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে তারা সতর্কতা গুলি ছুড়েছেI রুশ প্রতিরক্ষা দপ্তর জানায়, ডেস্ট্রয়ার, এইচএমএস ডিফেন্ডার, রাশিয়ার আঞ্চলিক জলসীমার ৩ কিলোমিটার ভেতরে প্রবেশ করলে, তারা এই ব্যবস্থা গ্রহণ করেনI তবে ব্রিটেন জানায়, তাদের ডেস্ট্রয়ার লক্ষ্য করে কোনো হুঁশিয়ারি গুলি ছোড়া হয় নিI

রুশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানান,রাশিয়ার একটি টহলদারি নৌযান থেকে হুঁশিয়ারি গুলি ছোড়া হয় এবং রুশ জঙ্গি বিমান থেকে ডেস্ট্রয়ারটির কাছে জলে টুকরো বোমা নিক্ষেপ করা হয়I রুশ কর্মকর্তারা কৃষ্ণ সাগরে সি ব্রিজ নামের যৌথ মহড়ার সমালোচনা করেছেনI এই মহড়ায় যুক্তরাষ্ট্রসহ ৩২টি দেশের নৌ জাহাজ অংশ নিচ্ছেI

XS
SM
MD
LG