বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল সেনাবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর কূটনীতিকদের নিরাপত্তার জন্য ৬৫০ জন সৈন্য সেখানে থেকে যাবে।
কর্মকর্তারা আরও জানান তুরস্কে নেতৃত্বাধীন নিরাপত্তা অভিযান শুরু না হওয়া অবধি সাময়িক পদক্ষেপ হিসাবে তুর্কি সৈন্যদের নিরাপত্তা প্রদানের জন্য সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কয়েকশো অতিরিক্ত বাহিনী কাবুল বিমানবন্দরে থাকবে।
কর্মকর্তারা বলেন সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রের এবং জোটের সামরিক কমান্ড, এর নেতৃত্ব এবং সর্বাধিক সেনা ৪ঠা জুলাইয়ের মধ্যে বা তার পরপরই সেখান থেকে বেরিয়ে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে এপি'র সাথে কথা বলেছেন কর্মকর্তারা এবং জানান তাদের প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার অনুমতি দেওয়া হয়নি।
সাম্প্রতিক মাসগুলিতে ঐ দেশে থাকা ৪,০০০ এরও বেশি সংখ্যক সেনা প্রত্যাহারের বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনের বেধে দেয়া ১১ ই সেপ্টেম্বরের সময়সীমা ধরেই এগোচ্ছে। এবং এটি ঘটছে এমন এক সময়ে যখন তালেবান একের পর এক যুদ্ধক্ষেত্র জয় করে চলেছে যার কারণে আশঙ্কা করা হচ্ছে যে কয়েক মাসের মধ্যে আফগান সরকার এবং তার সেনাবাহিনী বেহাল পরিস্থিতির মুখোমুখি হবে।
কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা অত্যন্ত জরুরি।
(এপি)