অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া কিম জং উনের উত্তেজনা প্রশমনের আহ্বান নাকোচ করেছে



উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নব বর্ষের ভাষণে সিউলের সংগে টানটান উত্তেজনা প্রশমনের যে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া তা নাকোচ করে দিয়েছে।

ইউনিফিকেশন মন্ত্রী বুধবার মিঃ কিমের এর ভাষণকে সাদামাটা বলে মন্তব্য করেন। তিনি বলেন তার বক্তব্যে নতুন কোন প্রস্তাব ছিল না এবং তরুণ নেতার উদ্দেশ্য কি সে সম্পর্কে প্রশ্ন উত্থাপনের যথেষ্ঠ কারন সিউলের আছে।

নব বর্ষে দেওয়া মিঃ কিমের দেওয়া বিরল টেলিভিশন বার্তায় মংগলবার বলেন দুই কোরিয়ায় যে টানটান পরিস্থিতি বিরাজমান সেটা শেষ করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার পূণরেকিরকরণের জন্য বারংবার আহ্বান জানান।
XS
SM
MD
LG