অ্যাকসেসিবিলিটি লিংক

সামাজিক মাধ্যম তরুন সমাজের ঘুমের অভ্যাসের ব্যাপক ক্ষতি করছে


সামাজিক মাধ্যম তরুন সমাজের ঘুমের অভ্যাসের ব্যাপক ক্ষতি করছে; এই তথ্য প্রকাশ করা হয়েছে নতুন এক জরিপের ফলাফলে।

ইউনিভার্সটি অব পিটসবার্গের স্কুল অব মেডসিনের গবেষকরা বলেছেন যেসব তরুন সামাজিক মাধ্যম ব্যাবহারে অভ্যস্থ তারা যারা তা ব্যাবহারে অভ্যস্থ নন তাদের চেয়ে গূম জনিত সমস্যায় বেশী ভোগেন।

জরিপের ফলাফলে দেখা যায় Face, Twitter, Histogram, Snapshot, Credit, Tumbler and others ব্যাবহারে অভ্যস্থ ১৯ থেকে ৩২ বছর বয়সী ১৭৮৮ জন তরুন তরুনীর প্রায় সবাই ঘুম জনিত সমস্যায় আক্রান্ত এবং তাদের আচরণ স্বাভাবিক নয়। তারা নাইনা শারিরিক ও মানষিক সমস্যায়ও আক্রান্ত।

XS
SM
MD
LG