সোমালী কর্মকর্তারা বলেছেন, সোমবার মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বড় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭জন নিহত হয়, আহত হয় অন্যান্য ১৭জন।।
আল শাবাব চরমপন্থি গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে। এই দ্বিতীয়বার ওই উগ্রবাদী দল দুটি গাড়ি বোমা দিয়ে একসঙ্গে আক্রমণ চালায়। লক্ষ্য হচ্ছে প্রথম গাড়িটি ত্রাস সৃষ্টি করবে আর দ্বিতীয় গাড়িটির আঘাতে ব্যাপক হারে লোকজন হতাহত হবে।
সোমালি জাতীয় নিরাপত্তা বাহিনী পরিচালিত নিরাপত্তা চৌকীতে প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় দুপুরে। ঠিক তার পরপরই দ্বিতীয় গাড়িটি খুব দ্রত ওই নিরাপত্তা চৌকীতে ঢোকে এবং বিমানবন্দরের বিপরীতে Peace Hotel এর বাইরে বিস্ফোরিত হয়।
মদিনা গেটের কাছে দুটি বিস্ফোরণই ঘটে। বিমানবন্দরে প্রবেশের প্রধান পথগুলোর একটি হচ্ছে মদিনা গেট।