অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-শাবাব নেতা গোডানে নিহত


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকা খবর দিয়েছেন, সোমালিয়ায় এক বিমান হামলায় আল-শাবাব দলের নেতা আহমেদ আব্দি গোডানে মারা গেছে।

প্রতিরক্ষা বিভাগের প্রেস সচিব, রিয়ার অ্যাডমিরাল জন কার্বি এক বিবৃতিতে বলেছেন, সোমবার গোডানেকে লক্ষ্য করে পরিচালিত এক সামরিক হামলায় গোডানে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, দক্ষিণ সোমালিয়ায় আল-শাবাব নেতাদের এক সভায় ড্রোন হামলা চালানো হয়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা বলছেন, যুক্তরাষ্ট্র আল-শাবাব যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্যে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলছিলেন, এই ধরনের সংগঠন যারা, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের মাতৃভূমির জন্যে হুমকি হয়ে উঠতে পারে, তাদের দমনের জন্যে যুক্তরাষ্ট্র সুশৃংখল এবং নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মোহাম্মদ শেখ হাসান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, আল-শাবাব গোডানের চাইতে অনেক বড় ব্যাপার। তিনি অঙ্গীকার করেছেন, তার সরকার সোমালিয়ার এই দলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

XS
SM
MD
LG