অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার ভোটার সনাক্তকরণে বিলম্ব হচ্ছে


নাইজেরিয়ায় দিনে আরও পরের দিকে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভোটারদের পরিচয়পত্র সনাক্ত করে দেখা হচ্ছে। শনিবার স্থানীয় সময়ে বিকেলে ভোট দেওয়ার আগে সব ভোটদাতাকেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে কোন কোন এলাকায় এই কাজটি খুব ধীরে এগুচ্ছে। এর কারণ কোথাও ঠিক মতো ভোট গ্রহণের জিনিষপত্র পৌছায়নি , আবার কোথাও যন্ত্রে আঙ্গুলের ছাপ বুঝতে সমস্যা হচ্ছে।

প্রেসিডেন্ট গুডলাক জোনাথানেরও এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিরিশ মিনিট সময় লেগেছিল। ভোটদাতারা প্রায় শান্ত ভাবেই অপেক্সা করেছেন।

প্রেসিডেন্ট জোনাথান এবং তার ক্ষমতাসীন পিডিপি দল , বিরোধী এপিসি দল এবং সেই দলের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থি মোহাম্মাদু বুহারীর কাছ থেকে প্রচন্ড চ্যালেঞ্জের মুখো্মুখি হবে।

XS
SM
MD
LG