অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে


দক্ষিণ কোরিয়ার রাজধানী করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দু থাকলেও তার প্রাদুর্ভাব এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। বড় ধরণের ধর্মীয় সমাবেশ এবং প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের খবরে বলা হয়েছে শুক্রবার দিনের শেষাশেষি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা ২০৪-এ পৌঁছেছে এবং এর মধ্যে একশত লোকের মধ্যে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে টানা তিন দিনে ভাইরাস সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হলেও এই প্রাদুর্ভাব এখনও সামল দেওয়ার পর্যায়ে রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন সংক্রমণের বেশির ভাগই হয়েছে দেশটির চতুর্থ বৃহত্তম শহর দায়েগুতে। একটি খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে। দায়েগুর মেয়র বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে সতর্ক করেছেন। অনেক ব্যবসা বন্ধ রাখা হয়েছে এবং স্কুল ক্লাস স্থগিত করা হয়েছে।

XS
SM
MD
LG