অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছেঃ আত্মরক্ষার জন্যই গুলিছুড়া হয়েছে



দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান জানিয়েছেন যে তার বাহিনী আত্মরক্ষার জন্যই ধর্মঘটরত খনি শ্রমিকদের অপর গুলিছুড়ে। সংঘর্ষে অন্ততপক্ষে ৩৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছে।
পুলিশ প্রধান রিএ ফাইয়েগা শুক্রবার বলেন, বৃহস্পতিবার ধর্মঘটরত খনি শ্রমিকরা মারাত্মক ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর পর তারা সেনা বাহিনী নামিয়েছে। খনির কোম্পানী জানিয়েছে যে ঔ ঘটনার পরেও কিছু খনি শ্রমিকদের কাছে অস্ত্রশস্ত্র ছিল।
ফাইয়েগা জানিয়েছ এর আগে পুলিশ জল কামান ব্যবহার করেছে এবং শ্রমিকদের ছত্রভংগ করার জন্য আচমকা গ্রেনেট ছুঁরে দেয়।
পুলিশ প্রধান জানিয়েছেন যে জোহানাসবার্গের ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমে লোনমিন প্লাটিনাম খনিতে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
লোনমিন খনি বিশ্বের তৃতীয় বৃহত প্লাটিনাম খনি যেখানে প্রায় তিন হাজার লোক কাজ করে। গত সপ্তাহে খনিটিতে মজু্রী নিয়ে হাংগামা শুরু হয়।
please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG