অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের আলোচনা গঠনমূলক , সহিংসতা অব্যাহত


আফ্রিকার মধ্যস্থতাকারীরা বলছেন যে তারা দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে সে দেশের চলমান গোলযোগ বন্ধের জন্যে গঠনমূলক আলোচনা করেছেন।


মি কিরের সঙ্গে আজ যারা আলোচনা করেছেন তাদের মধ্যে ছিলেন, কিনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং ইথোপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেন ।

ইথোপিয়ার পররাষ্ট্র মন্ত্রী টেড্রস আধানম বলছেন যে তারা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন।

মি কির , প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি রিক মাচারকে সেখানে সামরিক অভুত্থানের পেছনে ইন্ধন জোগানো অভিযোগ এনেছেন । এর ফলেই ১১ দিন আগে সেখানে তুমুল লড়াই হয়।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যে ঐ সহিংসতায় সম্ভবত হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে ।
XS
SM
MD
LG