অ্যাকসেসিবিলিটি লিংক

২৬ বছরের গৃহযুদ্ধ শ্রীলংকায় ১ লক্ষেরও বেশি মানুষ নিহত


শ্রীলংকায় সফররত যুক্তরাষ্ট্রের দুই কুটনীতিক বলেছেন ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের পর দেশটিতে স্থিতীশীল অবস্থা নিশ্চিত করতে শ্রীলংকার নতুন সরকার ইতিবাচক কর্মকান্ড চালাচ্ছেন।

যুক্তরাষ্ট্রর দক্ষিন ও মধ্য এশীয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল এবং গনতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম মালিনোওয়াস্কি মঙ্গলবার কলোম্বোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাউইরার সঙ্গে সাক্ষাৎ করেন।

সামারাউইরা বলেন তাদের আলোচনার মধ্যে ছিল দেশের পুনর্বাসন ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে সরকার কি কি করছে এসব বিষয়। বলা হয় ২৬ বছরের গৃহযুদ্ধ দেশটিতে ১ লক্ষেরও বেশি মানুষ মারা যান।

XS
SM
MD
LG