অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকায় বর্ণবাদী নেতাদের স্ট্যাচু এখনো হামলার শিকার


যুক্তরাষ্ট্রে যে বর্ণবাদী আন্দোলন শুরু হয়, তাঁর জেরে বিতর্কিত বহু নেতার স্ট্যাচু জনতার আক্রোশের কারণে নামানো হয়েছে ; আবার অনেক ক্ষেত্রে প্রতিবাদকারীরা ভাঙচুর করে এসব স্ট্যাচু নামাতে বাধ্য করেছে I

নিউ ইয়র্কে "THE NATIONAL MUSEUM OF NATURAL HISTORY 'র সামনে ১৯৩৯ সাল থেকে দাঁড়িয়ে আছে থিওডোর রুজভেল্ট 'র সেই নান্দনিক স্ট্যাচু I সেই স্ট্যাচু হয়তবা হতে পারে বিক্ষোভকারীদের পরবর্তী লক্ষবস্তু I সেই স্ট্যাচুতে দেখা যায়, রুজভেল্ট ঘোড়ার পিঠে উপবিষ্ট, আর তাঁর পাশে দাঁড়িয়ে একজন আদিবাসী আমেরিকান ও একজন কৃষ্ণাঙ্গ লোক I

এই স্ট্যাচুই মনে করিয়ে দেয় উপনিবেশবাদ ও শেতাঙ্গদের আধিপত্যের কথা I

XS
SM
MD
LG