অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের বিরুদ্ধে প্রয়োজন এখন একতাবদ্ধ শক্তিশালী প্রয়াস- ব্লিঙ্কেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী'র সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আলোচনায় মিলিত হন, ২৩শে সেপ্টেম্বর, ২০২১, ছবি, কেনা বেতানচুর/রয়টার্স
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী'র সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে আলোচনায় মিলিত হন, ২৩শে সেপ্টেম্বর, ২০২১, ছবি, কেনা বেতানচুর/রয়টার্স

পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে আফগানিস্তানের তালিবান শাসকদের তাদের প্রতিশ্রুতির জন্য দায়ী করতে হবে, তবে সেই সঙ্গেবিশ্বের একটি নৈতিক দায়িত্ব হলো যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আফগান জনগণের তীব্র মানবিক ও অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় যৌথভাবে সহায়তা করাI

ইসলামাবাদ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বৃহস্পতিবার এই বার্তাটি তাঁকে পৌঁছানI জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেরবাইরে তাদের এই আলোচনা অনুষ্ঠিত হয়I

বিবৃতি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী কোরেশী আশা ব্যক্ত করে বলেছেন যে "বিশ্ব আফগানিস্তান থেকে তাদের নজর ফিরিয়ে ভুলের পুনরাবৃত্তি করবে না"I

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, মি. কোরেশী'র সঙ্গে আলোচনায়, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন “ আফগানিস্তানে আমাদের কূটনৈতিক সম্পৃক্ততার সমন্বয় এবং যারা আফগানিস্তান থেকে চলে যেতে চান, তাদের চলে যাওয়ার সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশক্রমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমামিত্রদের সৈন্য প্রত্যাহারের পর তালিবান গোষ্ঠী আগস্ট মাসে গোটা আফগানিস্তান দখল করে নেয়I বাইডেন জানিয়েছিলেন যে আমেরিকার এই দীর্ঘতম যুদ্ধকে ২০ বছর পেরিয়ে আর দীর্ঘায়িত করার কোনোইযুক্তি নেই I

ইসলামপন্থি এইআন্দোলনের ক্ষমতায় ফিরে আসায়, বাইডেন প্রশাসন কাবুলের জন্য রক্ষিত বহু বিলিয়ন ডলার অর্থ দ্রুত আটক করেএবং তালিবান প্রশাসনে আফগান জনগণের মৌলিক মানবাধিকার বিষয়ে উদ্বেগের কারণে বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (IMF) উভয়েই আফগানিস্তানকে অত্যন্ত জরুরি অর্থায়নের নাগালের বাইরে রেখে দেয় ।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনবৃহস্পতিবার সাংবাদিকদের জানান, রাশিয়া ও চীনা সমকক্ষদের নিয়েদ্বিপাক্ষিক ও বহুজাতিক আলোচনায় আফগানিস্তানের ইস্যুই প্রধান বিষয়বস্তু ছিলI তিনি জানান, তালিবান অব্যাহতভাবে আফগানিস্তানে শাসনের বেলায় বৈধতা এবং আন্তর্জাতিক সমর্থনের দাবি তুললেও, তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে মোকাবেলা করতে বিশ্ব এখন একতাবদ্ধI

XS
SM
MD
LG