অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার ছিল মিয়ানমারের জন্য সবচাইতে রক্তাক্ত দিন 


সামরিক সরকারের বিরুদ্ধে এ যাবত্কালীন সবচাইতে রক্তাক্ত দিনে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ইয়াঙ্গুনের শহরতলি ও অন্যত্র ৩৯ জন প্রাণ হারিয়েছেনI ইয়াঙ্গুনের হ্লেইংথায়া এলাকা, যেখানে চীনা মালিকানাধীন ফ্যাক্টরিগুলি অবস্থিত, নিরাপত্তা অবাহিনী সেখানেই গুলি বর্ষণ করেI চীনা সম্প্রদায়কে সামরিক জনতার সমর্থক বলে ভাবা হয়I হ্লেইংথায়াতে সামরিক কর্তৃপক্ষ, মার্শাল ল জারি করেছেI

সামরিক সরকার পরিচালিত টিভি জানায়, ৪টি গার্মেন্টস ফ্যাক্টরি ও একটি সার কারখানায় আগুন ধরিয়ে দিলে, নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপ নিতে হয় I প্রায় ২০০০ বিক্ষুব্ধ জনতা অগ্নি নির্বাপক ইঞ্জিন সেখানে প্রবেশে বাধা দেয়I

অন্যান্য শহরে আরো ১৬ জন নিহত হয়েছেনI বার্মায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট ১২৬ জন প্রাণ হারিয়েছেন এবং ২১৫০ কে কর্তৃপক্ষ আটক রেখেছেI

XS
SM
MD
LG