অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে অভ্যুথানের পর সংবাদ মাধ্যমের ওপর দমননীতির প্রতিবাদ জানালেন সাংবাদিকেরা 


সুদানের খার্তুমে সাংবাদিকেরা সামরিক অভ্যুথান ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন, ১৬ই নভেম্বর, ২০২১, ছবি মারওয়ান আলী/এপি
সুদানের খার্তুমে সাংবাদিকেরা সামরিক অভ্যুথান ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন, ১৬ই নভেম্বর, ২০২১, ছবি মারওয়ান আলী/এপি

সুদানের সাংবাদিকেরা গত সপ্তাহে যেসব সামরিক নেতারা ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল তাদের উপর চাপ সৃষ্টি করছে , সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আটককৃত কতিপয় সম্পাদক ও সাংবাদিককে মুক্তি দেবার আবেদন জানাচ্ছেI

দেশটির জাতীয় সংবাদ মাধ্যমের পক্ষ সমর্থনকারী গ্ৰুপ জানায়, যে তারা অভ্যুথানের পর সাংবাদিক ও সংবাদ মাধ্যম সংস্থাগুলির বিরুদ্ধে অতি মাত্রার শক্তি প্রয়োগের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করেছেI

খার্তুমে সাংবাদিকেরা মঙ্গলবার মৌন প্রতিবাদ সংগঠিত করেন। তারা যেসব ব্যানার বহন করছিলেন, তাতে লেখা ছিল, "আমরা মুক্ত সাংবাদিকতা চাই" এবং "আটক সাংবাদিকদের মুক্তি দিতে হবে"I

সুদানে সাংবাদিক নেটওয়ার্কের মহাসচিব, আমরু শাবান জানান যে, সামরিক বাহিনী সর্বমোট ৬ জন সাংবাদিককে আটক করে রেখেছেI রাষ্ট্র নিয়ন্ত্রিত ও মালিকানাধীন টিভি ও রেডিও নেটওয়ার্কের প্রধান সম্পাদক, মাহির আবু যুখ যাদের মধ্যে অন্যতমI

আমরু শাবান ভয়েস অব আমেরিকার ‘ ফোকাস অন সাউথ সুদান’ অনুষ্ঠানে জানান, সংবাদ নেটওয়ার্ক ২৫শে অক্টোবর অভ্যুথানের পর ১০টির বেশি হয়রানিমূলক ঘটনার তথ্য সংগ্রহ করছে, যাতে আন্তর্জাতিক সংবাদ মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের কথাও অন্তর্ভুক্ত ছিল, যাদের বিরুদ্ধে টেলিফোনে হুমকি দেওয়া হয়।

শাবান বলেন, "সাংবাদিকদের বিরুদ্ধে অব্যাহত দমননীতির অংশ হিসাবে, যেসব সাংবাদিক সুদানি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধ লিপিবদ্ধ করার বিরোধিতা করেছেন, কর্তৃপক্ষ তাদের ইন্টারনেট পরিষেবা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয়"I

অভ্যুথানের পর সংবাদ পত্রের স্বাধীনতা বা প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন বিষয়ে সামরিক কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো মন্তব্য করে নিI গণতন্ত্রপন্থী একটি ডক্টরস গ্ৰুপ জানিয়েছে, বুধবার বিক্ষোভের সময় ২ জন প্রতিবাদকারী নিহত হনI

অভ্যুথান ও সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর শনিবার নিরাপত্তা বাহিনী গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেI

XS
SM
MD
LG