অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের প্রেসিডেণ্ট ওমার আল বাশিরের চীন সফর শুরু


সুদানের প্রেসিডেণ্ট ওমার আল বাশিরের চীন সফর শুরু
সুদানের প্রেসিডেণ্ট ওমার আল বাশিরের চীন সফর শুরু

সুদানের প্রেসিডেণ্ট ওমার আল বাশির চীনের প্রেসিডেণ্ট হু যিনতাওয়ের সঙ্গে বৈঠকে মিলিত হতে বেইজিং গিয়ে পৌঁছেছেন একদিন বিলম্বে। টেলিভিশনের সম্প্রচারে দেখা গিয়েছে আফ্রিকার ঐ নেতা চীনের রাজধানীতে তাঁর প্লেন থেকে নামছেন এবং চীনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানাচ্ছেন । মি: বশিরের যেদিন পৌঁছুনোর কথা ছিলো সেদিন তিনি পৌঁছতে পারেননি বিধায় মি: হুর সঙ্গে তাঁর সোমবারের নির্ধারিত বৈঠক বাতিল করতে হয়। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয় রবিবার সন্ধ্যায় মি: বশির যখন ইরান থেকে চীনের উদ্দেশে যাচ্ছিলেন, তখনই তাঁর বিমানকে তুর্কমেনিস্তানের ওপর দিয়ে যেতে বলে নতুন পথনির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্রে বলা হয় ঐ পরিবর্তিত পথ অনুসরণ সময়ের কারনে তখন আর সম্ভব ছিলোনা এবং পাইলট তাই ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মন্ত্রণালয় জানায় – প্রেসিডেণ্টের বিমান পরে নতুন পথ দিয়ে চীন যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হং লি বলেন – প্রাযুক্তিক কারণে যাত্রাপথে রদবদল করতে হয়েছে।

XS
SM
MD
LG