অ্যাকসেসিবিলিটি লিংক

গুটিয়ে নেয়া হচ্ছে সুদানে, আফ্রিকি শান্তিরক্ষী মিশন 


সুদানের বিশাল এলাকাজুড়ে আফ্রিকি মিশন, তাদের ১৩ বছরের শান্তিরক্ষী মিশন সমাপ্ত করতে চলেছেI তবে বিশেষজ্ঞরা এই অঞ্চলে অব্যাহত নুতন সহিংসতা এবং জনগণের ভিত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেনI

২০০৩ সালে দারফুরে, খার্তুমের আরব নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে জাতিগোষ্ঠী সংখ্যালঘু বিদ্রোহীরা লড়াইয়ে লিপ্ত হয় এবং লড়াই শুরু হওয়ার পর, সুদান সরকার আরব সমর্থিত ও সমর্থনপুষ্ট দুর্ধর্ষ 'যানজাওয়িদ' মিলিশিয়াদের প্রশিক্ষণ ও সশস্ত্র করতে শুরু করেI

সুদানের অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল বলে প্রমাণিত হয়েছে এবং সেখানে জাতিগোষ্ঠী ও উপজাতীয় কোন্দল বজায় থাকায়, শান্তিরক্ষী মিশনকে প্রত্যাহার করা হবে এক চ্যালেঞ্জI

XS
SM
MD
LG