অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে প্রতিবাদ বিক্ষোভের নেতারা, সামরিক জেনারেলদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন


Image from video provided by Sudan TV, shows Lieutenant General Abdel-Fattah Burhan, head of the Sudanese Transitional Military Council, TMC, making a broadcast announcement in Khartoum, Sudan, June 4, 2019.
Image from video provided by Sudan TV, shows Lieutenant General Abdel-Fattah Burhan, head of the Sudanese Transitional Military Council, TMC, making a broadcast announcement in Khartoum, Sudan, June 4, 2019.

সুদানে প্রতিবাদ বিক্ষোভের নেতারা, সামরিক জেনারেলদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন ওই প্রস্তাব আন্তরিক নয় কারণ নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযান অব্যাহত রেখেছে। এ সপ্তাহে অন্তত ৬০জন নিহত হয় নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে।

সুদানের প্রফেশনাল অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ আল মোস্তাফা, বুধবার বলেছেন, জেনারেল আব্দেল ফাতাহ বোরহান আলোচনার যে আহ্বান জানিয়েছেন তা গুরুত্বের সঙ্গে করেন নি কারণ তার অধীনস্থ সেনারা সুদানী জনগনকে হত্যা করেছে এবং এখনও করছে।

ফোরসেস ফর ফ্রিডাম অ্যান্ড চেঞ্জ, মিত্র জোট প্রতিবাদকারীদের প্রতিনিধিত্ব করছে এবং সুদানের প্রফেশনাল অ্যাসোসিয়েশন তাদেরই একটা অংশ। আল মোস্তাফা বলেন প্রতিবাদকারীরা গণতন্ত্রপন্থী অভিযান চালিয়ে যাবে যাতে সামরিক বাহিনী অসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।

এর আগে ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান বোরহান বলেছেন সামরিক নেতারা, প্রতিবাদ বিক্ষোভের নেতাদের সঙ্গে কোন সীমাবদ্ধতা ছাড়া আলোচনা চালাতে প্রস্তুত।

XS
SM
MD
LG