অ্যাকসেসিবিলিটি লিংক

উন্মুক্ত হলো সুয়েজ খালের বাণিজ্যিক চলাচল 


মিশরের সুয়েজ খালের কর্তৃপক্ষ আটকা পড়া জাহাজটি, ৮০% ভাসমান হলে, চলাচলের অনুমতি দেয়, তবে এতে জোয়ার বিশেষ ভূমিকা রেখেছিলোI ৬ দিন অবরোধের পর, জাহাজের মুক্তিকে স্বাগত জানায় অন্যান্য জাহাজগুলি সাইরেন বাজিয়েI

ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী কনটেইনার জাহাজটি, সুয়েজ খাল পাড়ি দেয়ার সময়. দমকা হাওয়া আর বালির ঝড়ে ভারসাম্যতা হারিয়ে ফেলে আড়াআড়িভাবে খালে আটকে যায়I

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি সঙ্কট অবসানের কথা জানানI তবে উদ্ধারকারী সংস্থার মালিক, ডাচ রেডিওতে বলেন, ক্ষতিপূরণের দাবি-দাওয়া নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়েছে মাত্রI প্রায় এক সপ্তাহ ধরে মিশরের অন্যতম প্রধান আয়ের উৎস, সুয়েজ খাল বন্ধ থাকাতে মিশর সরকার, আটকা পড়া জাহাজ ও অন্যান্য জাহাজগুলির ক্ষতির পরিমান ৬ থেকে ১০ বিলিয়নের মতো হবে বলে অনুমান করা হচ্ছেI

XS
SM
MD
LG