ইন্দোনেশিয়ায় সুনামিতে দুইশোর বেশি মানুষ মারা গেছে। দেশটির জাতীয় বিপর্যয় সংস্থার মুখপাত্র বলেন, ২২২ জন মারা গেছে, ৮৪৩ জন আহত, ২৮ জন নিখোঁজ। হতাহতের সংখ্যা বাড়তে পারে। আবহাওয়া সংস্থা বি এম কে জি বলেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে সুনামি আঘাত হানে। বি এম কে জি বলছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং পূর্ণিমার রাতে জোয়ারের ফলে সমুদ্রের তলদেশে ভূমিধ্বসে ঐ সুনামি হয়।
ইন্দোনেশিয়ায় সুনামিতে দুইশোর বেশি মানুষ মারা গেছে
