সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে পরিচালিত জরিপে দেখা যাচ্ছে সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘের সংখ্যা উদ্বেগ জনক ভাবে কমে যাচ্ছে।
গত ৪২ বছরে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনে বাঘের সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে বলে বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে। সর্বশেষ চলতি অক্টোবর মাসে সুন্দরবনের বাঘের মল ও লোমের নমুনার জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা বর্তমানে ১২১ টি।
এর আগে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালে বেসরকারি পর্যায়ে জার্মানির বাঘ বিশেষজ্ঞ হেন রিডসের করা প্রথম জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বলা হয়েছিল ৩৫০ টি। আর ২০১৫ সালে সরকারের বন বিভাগ প্রকাশিত জরিপে দেখা গেছে, বনে বাঘের সংখ্যা ছিল ১০৬ টি। একই সংস্থা ২০০৪ সালে বলেছিল, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি।
সুন্দরবন নিয়ে গবেষণাকারী দেশি-বিদেশি সংস্থাগুলো সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারন হিসেবে এর আশপাশে শিল্পকারখানা স্থাপন, বনের ভেতর দিয়ে নৌযান চলাচল ও চোরা শিকারিদের দৌরাত্ম্যকে চিহ্নিত করেছে।