অ্যাকসেসিবিলিটি লিংক

Super Tuesday-র ভোটে হিলারী ও ট্রাম্প নিজেদের অবস্থান আরো শক্তপোক্ত করেছেন


যুক্তরাষ্ট্রে দু’ হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন ভোটাভুটির গতকাল ছিলো প্রায় এক ডজন রাজ্যে Super Tuesday-র প্রতিদ্বন্দীতা এবং যেমনটি অনুমান করা হ’চ্ছিলো সেভাবেই ডেমোক্র্যাটিক পার্টীর হিলারী ক্লিনটন ও রেপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্প নিজেদের অবস্থান আরো শক্তপোক্ত করেছেন।

Super Tuesday-র প্রতিদ্বন্দীতা হ’লো গতকাল যে রাজ্যগুলোতে তার ভেতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী- ডেমোক্র্যাট দলের তরফের মনোনয়ন প্রত্যাশী হিলারী ক্লিনটন জিতলেন টেনেসী- এ্যলাব্যামা-জর্জিয়া-আর্কেনস’- ভার্জিনিয়া-ট্যাক্সাস-এবং ম্যাসাচুসেটস রাজ্যে।তাঁর একমাত্র প্রতিদ্বন্দী ভারমন্ট সেনেটর সমাজতান্ত্রিক-গণতন্ত্রবাদী বার্নী স্যান্ডার্স জিতেছেন ভারমন্ট-ওকলাহৌমা-মিনেসৌটা এবং কলোরাডো রাজ্যে।

অন্যদিকে রেপাবলিকানদের পক্ষে ট্রাম্প জিতলেন:আর্কেনস’-জর্জিয়া-এ্যালাব্যামা-টেনেসী-ভার্জিনিয়া-ভারমন্ট এবং ম্যাসাচুসেটস রাজ্যে। রেপাবলিকান দলেরই সেনেটর টেড ক্রুয জিতলেন-তাঁর নিজ রাজ্য ট্যাক্সাস ও সেই সঙ্গে ওকলাহৌমা এবং এ্যালাস্কায়।রেপাবলিকান দলেরই মনোনয়ন প্রত্যাশী সেনেটর মার্কো রুবিও প্রাইমারী বাছাই পর্বের ভোটে এই প্রথম যে রাজ্যটিতে জিতলেন সেটি হ’লো মিনেসৌটা।এহেন ফলাফল Super Tuesday-র প্রতিদ্বন্দীতার অপ্রত্যাশিত ছিলো না মোটে-জনমত সমীক্ষার ভিত্তিতে আঁচ অনুমানে বলাই হ’চ্ছিলো Super Tuesday-র প্রতিদ্বন্দীতায় ক্লিনটন আর ট্রম্পই জিতবেন বেশি বেশি রাজ্যে এবং হয়েছেও তাই।

XS
SM
MD
LG