অ্যাকসেসিবিলিটি লিংক

সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে


Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh
Map showing Dhaka and Cox's Bazar, Bangladesh

মঙ্গলবার গুজব ছিল। বৃহস্পতিবার সত্যে পরিণত হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল্যানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এ সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার কাছে প্রদত্ত ক্ষমতাবলে এই পরিবর্তন করেছেন।
দপ্তর হারানোর পর যুবলীগের এক ইফতার পার্টিতে যোগ দেন সৈয়দ আশরাফ। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার একনেক বৈঠকের পর সৈয়দ আশরাফকে তার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়ার গুজব রটে। আশরাফ সংবাদ মাধ্যমকে বলেন, এ সবই রটনা। মিডিয়ার সৃষ্টি। গুজবে কান না দেয়ারও পরামর্শ দেন। উল্লেখ্য যে, ’৯১ সনের পর থেকে দলের সাধারণ সম্পাদকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। এবারই ব্যাতয় ঘটলো।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG