অ্যাকসেসিবিলিটি লিংক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম


বিভিন্ন গুঞ্জন ও গুজবের অবসান ঘটিয়ে অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন দপ্তরবিহীন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

গত ৯ ই জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এরপর থেকে সৈয়দ আশরাফের মন্ত্রীসভা ও দলের দায়িত্বে থাকা-না থাকা নিয়ে নানা ধরনের গুঞ্জন ও গুজব শোনা যায়। গতকাল বুধবার জুলাই যুক্তরাজ্য যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই সফর স্থগিত করেন তিনি।

এ সকল নানা ঘটনার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল তাকে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG