অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ডুমায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছেছে


আন্তর্জাতিক রেডক্রস এবং জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ডুমায় তাদের একটি ত্রাণ বহর গিয়ে পৌঁছেছে এবং ১৩টি ট্রাক থেকে জরুরী ত্রাণ সামগ্রী নামানো কাজ তারা শুরু করতে পেরেছে। আইসিআরসি জানিয়েছে ১২ হাজার মানুষের জন্য খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ডুমায় পৌঁছানোর পর ট্রাক থেকে নামানো হয়েছে।

এর আগে সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক আলি আল জাতারই জানিয়েছেন, সেখানে আবারও যে কামানের গোলা বর্ষণ করা হয় যার অর্থ হচ্ছে রাশিয়ান ফেডারেশনসহ সিরিয়ার সব ক’টি দল যে নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা দিয়েছিল সেটা তারা মান্য করছে না।
রেডক্রসের পক্ষ থেকে বলা হয়, সিরিয় বাহিনী বৃহস্পতিবার রাতভর বিমান হামলা বন্ধ রেখেছিল এবং সেই সুযোগে জরুরি খাদ্য ও চিকিৎসা উপকরণ ভর্তি ১৩ একটি ট্রাক বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ডুমায় প্রবেশ করে কিন্তু এরপর থেকেই হামলা শুরু হয়।

XS
SM
MD
LG