অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার যোদ্ধারা রাকার প্রধান সংযোগ সড়কের নিয়ন্ত্রন নিয়েছে


যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার যোদ্ধারা ইসলামিক স্টেটের কথিত রাজধানী রাকার একমাত্র প্রধান সংযোগ সড়কের নিয়ন্ত্রন নিয়েছে।

বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেন, সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সোমবার সড়কটিকে বিচ্ছিন্ন করে, এর নিয়ন্ত্রন নেয়।

এসডিএফ যোদ্ধারা এক সপ্তাহ বিরতির পর রাকা পুর্নদখলে রবিবার আবার অভিযান শুরু করে। তাদের কৌশলের মধ্যে রয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলের শহর Deir Ezzor থেকে রাকাকে বিচ্ছিন্ন করা এবং ইউফ্রেটিস নদী বরাবর আরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া।

XS
SM
MD
LG