অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান বিদ্রোহীরা কাজাক শান্তি আলোচনায় যোগ দেবে


FILE - Shiite fighter clashes with members of the Sunni-dominated Free Syrian Army rebel in the town of Hatita, in the countryside of Damascus, Syria.
FILE - Shiite fighter clashes with members of the Sunni-dominated Free Syrian Army rebel in the town of Hatita, in the countryside of Damascus, Syria.

সিরিয়ার বিদ্রোহীরা বলেছে আগামী সপ্তাহে কাজাকস্থানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় তারা যোগ দেবে। ওই শান্তি আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের প্রায় ৬ বছরের যুদ্ধের অবসান ঘটানো।

বিদ্রোহী কর্মকর্তারা সোমবার কাজাক রাজধানী আস্টানায় বলেন ২৩ জানুয়ারীর বৈঠকে অস্ত্র বিরতি, মানবিক বিষয় সমূহ এবং প্রশাসন যে সব অধিকার বা আইন লঙ্ঘন করেছে তার উপর মনোযোগ দেওয়া হবে।

ডিসেম্বার মাসে বিরোধীদের বড় ধরনের ক্ষতি হয় যখন, আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর পতন ঘটে।

রবিবার পর্যবেক্ষকরা বলেন দামেস্কের কাছে, একটি আশ্রয় স্থলে, সিরিয়ান সরকারি বাহিনীর কামানের গোলার আঘাত লাগে। ওই হামলায় অন্তত ৩০জনবেসামরিক মানুষ হতাহত হয়।

XS
SM
MD
LG