অ্যাকসেসিবিলিটি লিংক

অবসারভেটরি ফর হিউমান রাইটস বলেছে আইএস যোদ্ধারা দামেস্কের ছিটমহল থেকে চলে যাচ্ছে


FILE - In this photo released on April 30, 2018 by the Syrian official news agency SANA, Syrian government forces gather in front of a bus carrying al-Qaida-linked fighters during an evacuation from the Palestinian refugee camp 0f Yarmouk, near Damascus,
FILE - In this photo released on April 30, 2018 by the Syrian official news agency SANA, Syrian government forces gather in front of a bus carrying al-Qaida-linked fighters during an evacuation from the Palestinian refugee camp 0f Yarmouk, near Damascus,

সিরিয়ায় নজরদারি এক সংস্থা বলেছে, দামেস্কের কাছে বিদ্রোহীদের সব শেষ ছিটমহল থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে ওই এলাকায় সরকারের নিয়ন্ত্রণ পুনরায় অধিষ্ঠিত হবে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস বলেছে রবিবার ইয়ারমুখ ফিলিস্তিনী শরণার্থী শিবির থেকে যোদ্ধাদের ও তাদের পরিবারদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। যোদ্ধাদের ও তাদের পরিবারদের রাজধানীর পূর্বাঞ্চলে সিরিয়ার মরুভূমিতে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে।

রয়টার্স বার্তা সংস্থা বলেছে সিরিয়ার পশ্চিমাঞ্চলে ওই ছিটমহলটি হচ্ছে সব শেষ অবরুদ্ধ বিদ্রোহী এলাকা।

XS
SM
MD
LG