অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত


সিরিয়ার এক মানবাধিকার গ্রুপ বলেছে সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলে এক বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়। আহত হয় অন্যান্য বিপুল সংখ্যক মানূষ।

ব্রিটেইন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার যখন আল রাক্কা প্রদেশে একটি জ্বালানি স্টেশানে বিমান হামলা হয়।

ইতিমধ্যে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে বলা হয়েছে দামেষ্কের কাছে যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, সেটি আকাশে মাঝপথে একটি যাত্রীবাহী বিমানের শেষের দিকের অংশ ভেঙ্গে দেয়।

দামেষ্ক আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বিমান আসা যাওয়ার যে তালিকা আছে তাতে মনে হচ্ছে যে বিমান বিধ্বস্ত হওয়ার সময় দুটি বিমানই আকাশে ছিল। ওই দুটি বিমান ছিল এয়ার অ্যারাবিয়া এবং কুয়েত এয়ারওয়েস।

বিরোধী সক্রিয় কর্মীরা বলেছেন বিদ্রোহীরা হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী যোদ্ধারা আগে দাবি করেছে যে গত মাসে তারা দামেষ্কে হেলিকপ্টারগুলো গুলি করে ভূপাতিত করেছে।

ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ অ্যারোট জানিয়েছেন বৃহস্পতিবার রাজধানীতে প্রচন্ড গোলা বর্ষণ হয়।
XS
SM
MD
LG