অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সিরিয়ায় অস্ত্র বিরতির উদ্যোগের সমর্থনে প্রস্তাব গ্রহণের বিবেচনা করছে


জাতিসংঘে কুটনীতিকরা সিরিয়ায় অস্ত্র বিরতি সম্পর্কে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উদ্যোগকে সমর্থন করে একটি প্রস্তাব গ্রহণ করার কথা বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এরই মধ্যে বলেছেন যে এই যুদ্ধ শেষ করার অন্যতম উপায় হচ্ছে এই অস্ত্র বিরতি।

শুক্রবার দুপুর নাগাদ সিরিয়ায় বিবদমান দলগুলোকে বলতে হবে যে তারা এই বৈরীতা থামানোর কর্মসূচিতে অংশ নিচ্ছে কী না। তার বারো ঘন্টা পরই অস্ত্রবিরতি কার্যকর হবার কথা।

কেরি বুধবার বলেন যে এর বিকল্পটা হচ্ছে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে, সিরিয়া সম্ভবত সম্পুর্ণ ধ্বংস হয়ে যাবে এবং সেই ভাঙ্গন আর জোড়া লাগানো সম্ভব হবে না। অস্ত্র বিরতি কার্যকর করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা আজ আরও আলোচনা করছেন এবং রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী মিখাইল বগদানফ আবারও জোর দিয়ে বলেছেন যে, রাশিয়া কোন বিকল্প পরিকল্পনার কথা বিবেচনা করছে না।

সিরিয়ার সরকার বলেছে যে তারা এতে অংশ নেবে তবে তারা ইসলামিক স্টেট এবং আল-কায়দা সম্পৃক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে। এই সন্ত্রাসী গোষ্ঠিগুলো অস্ত্র বিরতির আওতার বাইরে।

XS
SM
MD
LG