অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার চলমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র


জাতিসংঘের হিসেবযুক্তরাষ্ট্র, সিরিয়ার চলমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে- মোতাবেক, এক কোটি ৩৫ লক্ষ মানুষ সেখানে ত্রাণ সহায়তার আশায় প্রতিক্ষা করে রয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্যামান্থা পাওয়ার নির্দিষ্টভাবে পনেরোটি অবরুদ্ধ এলাকার প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেছেন-এর মধ্যে বারোটিরই অবরুদ্ধ অবস্থার জন্যে দায়ি খোদ সিরিয়া সরকার এবং ডিসেম্বরের গোড়ার দিক থেকে নিয়ে এ অবধি সেখানে কমসে কম মৃত্যু হয়েছে ৩৫ জনের ।

ত্রান সহায়তা সরবরাহের পথে কোনো রকমের কোনো বিঘ্ন যাতে সৃষ্টি না করা হয় তার প্রতি লক্ষ রাখার জন্যে তিনি সিরিয়ায়, সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাওয়ার বলেন- আশার আলোর অধিকার তাদেরও রয়েছে,অনাদি কাল তাদেরকে সংঘাতের ভেতরেই দিন গুজরান করতে হবেনা –এমনটি বিশ্বাস করবার মতো সময় এখন হয়েছে তাদের অবশ্যই।

জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলোর তরফে সোমবার হূঁশিয়ারি উচ্চারিত হয়েছে – পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর দিয়ের এল যৌরের দু’ লক্ষ মানুষের অবস্থা এখন নিদারুনভাবে সংকটাপন্ন- খাদ্য সামগ্রী আর চিকিৎসা সামগ্রীর ভিষন প্রয়োজন তাদের।

XS
SM
MD
LG