অ্যাকসেসিবিলিটি লিংক

আসাদ মিথ্যা বলেছেন, প্রমাণ করবে ফ্রান্স


রাসায়নিক হামলা নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে জলজ্যান্ত মিথ্যা বলেছেন তা প্রমাণ করবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক এরোল্ট ফ্রান্স টেলিভিশনকে বলেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। অল্পদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, তথ্য প্রমাণে দেখা যাচ্ছে- বাশার আল আসাদ রাসায়নিক হামলার পেছনে যুক্ত ছিলেন। গত ৪ঠা এপ্রিল এই হামলা চালানো হয়। এতে ৮০ জন নিহত হন। এর মধ্যে ৩০টি শিশু ছিল। এই হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এর পরপরই আসাদ গণমাধ্যমকে বলেন, আজও তার দেশে কোনো রাসায়নিক হামলা হয়েছে কি-না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00

XS
SM
MD
LG