অ্যাকসেসিবিলিটি লিংক

দামেস্কে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭৪


A photo released by the Syrian official news agency SANA shows blood-soaked streets and several damaged buses in a parking lot at the site of twin explosions in Damascus, Syria, March 11, 2017.
A photo released by the Syrian official news agency SANA shows blood-soaked streets and several damaged buses in a parking lot at the site of twin explosions in Damascus, Syria, March 11, 2017.

সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস সংগঠন থেকে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে এক ধর্মীয় স্থানে দুটি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭৪।

নিহতদের অধিকাংশই ছিল ইরাকী শিয়া পূণ্যার্থীরা।

ঘটনাস্থলের ছবিগুলোতে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি পর্যটন বাস ধ্বংস হযেছে, চশমা, জুতো, সেল ফোন এবং একটি হুইল চেয়ার ছড়িয়ে আছে রক্তাক্ত ধ্বংসস্তুপে।

তাৎক্ষনিক কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। অবশ্য ইসলামিক স্টেট চরমপন্থীরা এবং অন্যান্য সুন্নি উগ্রবাদীরা একই ধরনের আক্রমণ চালিয়েছে প্রতিবেশি দেশ ইরাক ও সিরিয়ায় শিয়া পবিত্র স্থানে। গত জুন মাসে দামেস্কের উপকন্ঠে একটি ধর্মীয় স্থানে এক জোড়া বোমা বিস্ফোরণে ১২জন নিহত হয়।

XS
SM
MD
LG